গ্রাম আদালত বিধিমালা নিন্মরূপঃ
১.গ্রাম আদালতে আর্জি দায়ের করাঃ ইউপি চেয়ারম্যানের নিকট বাদীর স্বাক্ষরিত দরখাস্ত দাখিল করতে হবে।
২. চেয়ারম্যান কর্তৃক দরখাস্ত প্রত্যাখ্যানঃ ইউপি চেয়ারম্যান যখন ৪ ধারার ১ উপধারা অনুসারে দরখাস্ত প্রত্যাখ্যান করবে তখন প্রদত্ত আদেশ সহ দরখাস্তটি বাদিকে ফেরৎ দিবেন। (বিধি-৪)
৩. রিভিশনঃ ইউপি চেয়ারম্যান কর্তৃক আবেদনপত্র প্রত্যাখ্যানের ৩০ দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন সহকারী জজের নিকট রিভিশন দায়ের করতে হবে।
৪. মামলা রেজিস্ট্রেশনভূক্ত করাঃ
৫. পক্ষগনকে হাজির হওয়ার নির্দেশ ও সমন জারিঃ
৬. প্রতিনিধি মনোনয়নঃ
৭. উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চেয়ারম্যান নিজুক্ত এবং কার্যক্রম স্থগিতঃ
৮. আপত্তি দাখিল, আদালতের অধিবেশনের সময় ও তারিখঃ
৯. শুনানী মুলতুবী, স্বাক্ষীর স্বপথ গ্রহন এবং স্থানীয় তদন্তঃ
১০.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস