বিটেশ্বর ইউনিয়নের প্রত্যেকের ভাষা বাংলা।এই গ্রামের বেশীর ভাগ মানুষ মুসলমান।অল্প কিছু রয়েছে সনাতন ধর্মের।এই গ্রামের মানুষ কৃষি কাজ গবাদি পশু গরু-ছাগল-মহিষ ওহাঁস-মুরগি পালন,শাক-সবজি চাষ এবং মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকানির্বাহ করে। এনজিও-সরকারি চাকুরী,শিক্ষকতা ছাড়া স্বল্প সংখ্যক গ্রামবাসীপ্রবাসে কর্মরত। নেই কোন শিল্প কারখানা। আছে কিছু পোলট্রি খামার, মৎস্যচাষ এবং সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য। জনসংখ্যার বিস্ফোরণ,কারিগরী- সাধারণশিক্ষার অভাবে বেকারত্ব ও দারিদ্রতা ভয়াবহ। শিক্ষা-দীক্ষায় দেশের অন্যান্যজনপদ থেকে এখনও অনেক পিছিয়ে আছে। শিক্ষা,উন্নয়ন বঞ্চিত পিছিয়ে পড়া জনপদ বর্তমানে তাদের অবস্থ্যার উন্নয়নের জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS