Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত বিধিমালা

গ্রাম আদালত বিধিমালা নিন্মরূপঃ

১.গ্রাম আদালতে আর্জি দায়ের করাঃ ইউপি চেয়ারম্যানের নিকট বাদীর স্বাক্ষরিত দরখাস্ত দাখিল করতে হবে। 

২. চেয়ারম্যান কর্তৃক দরখাস্ত প্রত্যাখ্যানঃ ইউপি চেয়ারম্যান যখন ৪ ধারার ১ উপধারা অনুসারে দরখাস্ত প্রত্যাখ্যান করবে তখন প্রদত্ত আদেশ সহ দরখাস্তটি বাদিকে ফেরৎ দিবেন। (বিধি-৪)

৩. রিভিশনঃ ইউপি চেয়ারম্যান কর্তৃক আবেদনপত্র প্রত্যাখ্যানের ৩০ দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন সহকারী জজের নিকট রিভিশন দায়ের করতে হবে।

৪. মামলা রেজিস্ট্রেশনভূক্ত করাঃ

৫. পক্ষগনকে হাজির হওয়ার নির্দেশ ও সমন জারিঃ

৬. প্রতিনিধি মনোনয়নঃ

৭. উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চেয়ারম্যান নিজুক্ত এবং কার্যক্রম স্থগিতঃ

৮. আপত্তি দাখিল, আদালতের অধিবেশনের সময় ও তারিখঃ

৯. শুনানী মুলতুবী, স্বাক্ষীর স্বপথ গ্রহন এবং স্থানীয় তদন্তঃ

১০.